শিরোনাম
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক গাইবান্ধা জেলায় বাস্তবায়নাধীন পথশিশু জরিপ ২০২২ এর কুইক কাউন্ট কার্যক্রম তদারকির অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মাষ্টার পাড়া উকিলের চাতাল সংলগ্ন স্থানে জেলা পরিসংখ্যান কার্যালয় এর উপ-পরিচালক (ভারঃ) জনাব মোঃ এনামুল হক স্যার গমন করেন। এ সময়ে আরও উপসস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা জনাব পরিতোষ শর্মা স্যার এবং সংশ্লিষ্ট আরও অনেকে। উক্ত সময়ে তথ্য সংগ্রহকারীকে তথ্যের গুণগত মান বজায় রাখার জন্য দিক নির্দেশনামূলক পরার্মশ প্রদান করা হয়।